আমুদরিয়া নিউজ: প্যালেস্টাইন রাষ্ট্রের প্রস্তাব পাশ হল রাষ্ট্রপুঞ্জে। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ভোটাভুটিতে সব মিলিয়ে ১৪২টি দেশ প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদের পক্ষে সায় দিয়েছে। যার মধ্যে ভারত অন্যতম। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ১০টি দেশ। ভোটদান থেকে বিরত থাকল ১২টি দেশ। গৃহীত প্রস্তাবে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনের মধ্য দীর্ঘ সংঘাতের অবসানের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কথা বলা হয়েছে। ২০২২ সালের ৭ অক্টোবরের পর থেকে ইজ়রায়েল যে বিরামহীন আক্রমণ চালাচ্ছে, তাতে গাজ়ার অন্তত ৬০ হাজার প্যালেস্টাইনি মুসলিম প্রাণ হারিয়েছেন। দীর্ঘ অনাহার ও অপুষ্টিতে নারী, শিশু-সহ লক্ষাধিক মানুষ কার্যত মৃত্যুর মুখে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জে যে প্রস্তাব গৃহীত হল সেখানে গাজাকে হামাসের নিয়ন্ত্রণমুক্ত করার কথাই বলা হয়েছে।
