আমুদরিয়া নিউজ: মার্কিন মুলুকে মুণ্ডচ্ছেদ করে হত্যা করা হল এক ভারতীয়কে। নিহতের নাম চন্দ্র নাগামাল্লাইয়াহ্ (৫০)। তিনি কর্নাটকের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে স্ত্রী পুত্রকে নিয়ে ডালাসেই থাকতেন। হত্যাকারী ৩৭ বছরের ইয়োরডানিস কোবোস-মার্টিনেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত প্রৌঢ় আমেরিকার ডালাসে রাস্তার ধারে একটি ছোট হোটেল চালাতেন। অভিযুক্ত তাঁর হোটেলে কাজ করতেন। জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় হোটেলের ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার ঘিরেই শুরু হয় বিবাদ। মালিক নাগামাল্লাইয়াহ কর্মচারীকে সেটি ব্যবহার করতে বারণ করেন। কিন্তু সরাসরি না বলে অন্য এক মহিলা কর্মচারীর মাধ্যমে এই বার্তা দিতেই ক্ষুব্ধ হয়ে ওঠে মার্টিনেজ। বড় ছুরি নিয়ে চন্দ্রমৌলিকে তাড়া করে সে। চন্দ্রমৌলিকে খুন করে তাঁর মাথা কেটে দেয় মার্টিনেজ। ছিন্ন মুণ্ডে লাথি মেরে তা তুলে নিয়ে জঞ্জালের স্তূপের দিকে এগিয়ে যান। এই সময় পুলিশ ঘটনাস্থলে আসে এবং যুবককে গ্রেফতার করে। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে ভারতীয় কনসুলেটও।
