আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে আত্মসমর্পণ করলেন ১৬ জন মাওবাদী। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে বুধবার সন্ধ্যায় ছত্তিশগড়ের নারায়ণপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তাঁরা। নারায়ণপুরের পুলিশ সুপার রবিনসন গুড়িয়া জানিয়েছেন, “তারা ‘ফাঁকা’ মাওবাদী আদর্শের প্রতি হতাশা, নিরীহ আদিবাসীদের উপর মাওবাদীদের নৃশংস আক্রমণ এবং নিষিদ্ধ সংগঠনের মধ্যে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বিরোধের কারনে আত্মসমর্পণ করেছেন।” পুলিশ সুপার আরও জানান, মাওবাদী সংগঠনে সক্রিয় ভূমিকায় ছিলেন তাঁরা। মাওবাদীদের সশস্ত্র বাহিনীকে খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতেন আত্মসমর্পণকারী মাওবাদীরা। পাশাপাশি, অস্ত্র এবং বিস্ফোরক পাচার, কোথাও আইইডি বসানোর কাজেও সাহায্য করতেন তাঁরা। নিরাপত্তাবাহিনীর গতিবিধির বিষয়ে মাওবাদীদের খবর দেওয়ার দায়িত্বও ছিল এই আত্মসমর্পণকারীদের উপরে। আত্মসমর্পণকারীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রাথমিক সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি নীতি অনুসারে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান পুলিশ সুপার।
