আমুদরিয়া নিউজ: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দুপুরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় প্রাক্তন মন্ত্রীকে কালো চশমা পরে থাকতে দেখা যায়। জানা গিয়েছে বুধবার তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে। সেই কারণেই এদিন কালো চশমা পরে ভার্চুয়াল হাজিরা দেন পার্থ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আলিপুর আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীও। এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগ সংক্রান্ত মামলায় পার্থ, অঙ্কিতা, পরেশ-সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে আদালতে। এদিন আদালত কক্ষে চার্জ গঠনের শুনানি চলাকালীন মামলা থেকে অব্যাহতি চান প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিজেকে নির্দোষ বলে দাবি করে তিনি বলেন, ‘আমি শিক্ষামন্ত্রী ছিলাম। আমি নির্দোষ। যারা বলছেন, তারা সম্পূর্ণ অসৎ কথা বলছেন। আমি সম্পূর্ণভাবে নির্দোষ।’ এরপরেই ইঙ্গিতে কল্যাণময় গঙ্গোপাধ্য়ায় ও সুবীরেশ ভট্টাচার্যের দিকে দায় ঠেলে দিতে দেখা যায় তাঁকে। যদিও পার্থর আর্জি খারিজ করেছে আদালত।
