আমুদরিয়া নিউজ: কৈলাস-মানস সরোবর যাত্রা সেরে ফিরতে গিয়ে আটকে পড়েছেন কয়েকশো ভারতীয়। নেপালের সীমান্ত মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় কী ভাবে তাঁরা দেশে ফিরবেন, এখনও অনিশ্চিত। ২০২০ সাল গালোয়ান সংঘর্ষের পর থেকে কৈলাস-মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল। এ বছর থেকে ফের যাত্রা চালু হয়েছে। কিন্তু নেপাল আচমকা অশান্তি শুরু হওয়ায় বিপদে পড়েছেন কৈলাস-মানস সরোবারের অন্তত দু’হাজার পুণ্যার্থী। মঙ্গলবার থেকে চিনের তিব্বত প্রদেশের ছোট্ট গ্রাম ড্রাচেনে আটকে রয়েছেন তাঁরা। অধিকাংশই ভারতীয় বলে জানা গিয়েছে। সিকিম এবং উত্তরাখণ্ড এই দুই পথে মানস যাত্রার ব্যবস্থা করে ভারত সরকার। এর বাইরে বেসরকারি সংস্থার মাধ্যমে নেপালের পথেও বহু পুণ্যার্থী কৈলাশ দর্শনে যান। এই রুটেই এ বার সমস্যা হচ্ছে। জানা গিয়েছে, ইতিমধ্যেআটকে পড়া ভারতীয়দের সমস্যা নিয়ে বেজিঙের ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।
