আমুদরিয়া নিউজ: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) একটি ম্যাচ খেলতে গিয়ে ডাকাতদের কবলে পড়লেন দুই ক্রিকেটার। বার্বাডোসে এই ঘটনা ঘটেছে ৯ সেপ্টেম্বর। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দুই ক্রিকেটার একটি অনুষ্ঠানের পর বাড়ি ফিরেছিলেন। তাঁদের সঙ্গে সিপিএলের এক কর্তাও ছিলেন। সেই সময় তাঁদের ঘিরে ধরে কয়েক জন স্থানীয় যুবক। কিছু বোঝার আগেই তিন জনের মাথায় বন্দুক ধরে তারা। তাঁদের কাছে থাকা টাকা, গয়না এবং অন্যান্য মূল্যবান জিনিস কেড়ে নেয় ওই দুষ্কৃতীরা। তাঁরা অবশ্য কোনও বিবাদেও জড়াননি। হোটেলে ফিরে কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হলে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়ে অস্ত্র-সহ দুষ্কৃতীরা। দুই ক্রিকেটার এবং ওই কর্তার খোয়া যাওয়া সব কিছু উদ্ধার হয়েছে। ডাকাতদের কবলে পড়া কারও নামই প্রকাশ করেননি সিপিএল কর্তৃপক্ষ।