আমুদরিয়া নিউজ: ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনকে বার্তা দিলেন, যাঁদের আধার কার্ড নেই, তাঁদের নতুন আধার কার্ড করিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ করতে। এদিন জলপাইগুড়ির সরকারি কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি ডিএম (জেলাশাসক)-কে বলব, যাঁদের আধার কার্ড নেই, দুয়ারে সরকারের মাধ্যমে তাঁদের আধার কার্ডটা করিয়ে দিন।’’ মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির জেলাশাসককে এ নির্দেশ দিলেও, এটি আসলে সব জেলার প্রশাসনকেই বার্তা বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘‘ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা দেখতে হবে। শুধু এখন দেখলে হবে না। আগামী ৬-৭ মাস দেখতে হবে। ভোটার তালিকায় নাম না-থাকলে ওরা বলবে এনআরসি করিয়ে দাও।’’
