আমুদরিয়া নিউজ: ২০২৯ সালে দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন রাহুল গান্ধি। এমনটাই দাবি করলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, ”দেশে পরিবর্তন প্রয়োজন। তাই ২০২৯ সালে রাহুল গান্ধীই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।” প্রসঙ্গত, ২০২৪ লোকসভা ভোটের আগেও এমনই দাবি করেছিল কংগ্রেস নেতৃত্ব। যদিও লোকসভা ভোটের ফলাফলে দেখা যায় এনডিএ শিবিরের আসন সংখ্যার আশেপাশেও যেতে পারেনি কংগ্রেস ও ইন্ডিয়া জোটসঙ্গীরা। মাত্র ৯৯ টি আসনেই থামতে হয় হাত শিবিরকে।