আমুদরিয়া নিউজ: আচমকাই হাসপাতালে ছুটতে হল রোহিত শর্মাকে। সোমবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ঢুকছেন হিটম্যান। পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো ট্র্যাক প্যান্ট। মাথায় সাদা রঙের টুপি পরেছিলেন রোহিত। গাড়ি থেকে নেমে তিনি যখন হাসপাতালে ঢুকছেন তখন কয়েক জন তাঁর ছবি তুলছিলেন। তাতে বিরক্ত দেখায় রোহিতকে। রোহিত কেন হাসপাতালে গিয়েছিলেন তা তিনি জানাননি। হাসপাতালের তরফেও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, রোহিতের পরিবারের কেউ সেখানে ভর্তি। তাঁকেই দেখতে গিয়েছিলেন ক্রিকেটার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত। চলতি বছর টেস্ট ক্রিকেটকেও গুড বাই জানিয়েছেন। আপাতত শুধু এক দিনের ক্রিকেট খেলছেন।