আমুদরিয়া নিউজ: আজ দেশের ১৪ তম উপরাষ্ট্র নির্বাচন। এই উপলক্ষে সকাল ১০টা থেকে সংসদে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ বনাম ইন্ডিয়া জোটের সুদর্শন রেড্ডির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। মঙ্গলবার সকাল ১০টার আগেই সংসদ চত্বরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম ভোটদাতা হিসাবে সবার প্রথম ভোট দেন তিনিই। এরপর একে একে ভোট দিতে দেখা গেল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, জেপি নাড্ডা, নীতীন গড়করিদের। গণনা শেষ হওয়ার পর ফলাফল জানা যাবে এদিনই। উল্লেখ্য, গত ২১ জুলাই স্বাস্থ্যের কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকড়। তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য ভোটাভুটি হচ্ছে।
