আমুদরিয়া নিউজ: বিষাক্ত মাশরুম খাইয়ে শ্বশুর, শাশুড়ি, ননদকে খুন। যাবজ্জীবন জেল হল অস্ট্রেলিয়ান মহিলার। সাজাপ্রাপ্ত মহিলার নাম এরিন প্যাটারসন। অভিযোগ তিনি ২০২৩ সালে শ্বশুর, শাশুড়ি, ননদকে খাবারের মধ্যে বিষাক্ত মাশরুম মিশিয়ে খাইয়েছিলেন। এই ঘটনায় তিন জনই মারা যান। তদন্তে জানা যায়, তাঁদের খাবারে ‘ডেথ ক্যাপ মাশরুম’ছিল। এই মাশরুম বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাশরুম বলেই পরিচিত। পুলিশ সন্দেহের বশে এরিনকে গ্রেপ্তার করে। তদন্তে প্রমাণ হয় তিনিই বিষ মিশিয়েছিলেন। গত জুলাই মাসে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। সোমবার সাজা ঘোষণা হয়েছে। বিচারক বলে দিয়েছেন, ৩৩ বছরের আগে প্যাটারসনের প্যারোলে মুক্তি পাওয়ার সুযোগ নেই। তখন প্যাটারসনের বয়স হবে ৮৩ বছর।
