আমুদরিয়া নিউজ: শারদ আবহে ভারতে আসছে ১২০০ টন বাংলাদেশি ইলিশ। সোমবারই ইলিশ রপ্তানির অনুমতি দিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। জানা গিয়েছে, শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানি করা হবে ভারতে। তবে গত বছরের তুলনায় এবার অর্ধেক ইলিশ পাঠানো হবে বলে খবর। গত বছরের বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক প্রথমে প্রায় ৩,০০০ টন ইলিশ ভারতে রফতানির সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরে তা কমিয়ে ২,৪২০ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এ বার তা আরও কমিয়ে ১,২০০ টন রফতানির অনুমতি দিয়েছে পড়শি দেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার (ভারতীয় মূল্যে ১০০০ টাকার বেশি) নির্ধারণ করা হয়েছে।
