আমুদরিয়া নিউজ: বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন-এর ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। সোমবার নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিহার মামলায় এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিলেও, একইসঙ্গে জানিয়েছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ভোটার তালিকায় নাম তোলার বিষয়েই কেবল প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা যাবে আধার। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে চলছিল SIR শুনানি। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, আধারকে ১২নং নথি হিসাবে স্বীকৃতি দিতে হবে। এত দিন প্রামাণ্য নথি হিসাবে ১১টি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন। তবে শীর্ষ আদালত জানাল, আধারও ব্যবহার করা যাবে। তবে এই নিয়ম যে আপাতত বিহারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, সেকথাও স্পষ্ট করে দিয়েছে আদালত।