আমুদরিয়া নিউজ: বাড়িতে টিভি দেখতে দেখতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী সায়ন্তনী মল্লিক! বুধবার ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে অভিনেত্রী বাড়িতে বসে টিভি দেখছিলেন। হঠাৎ শরীরে অস্বস্তি শুরু হয়। সঙ্গে সঙ্গে সায়ন্তনীকে হাসপাতালে নিয়ে যান স্বামী তথা টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল। পরীক্ষা করে দেখা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জেরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছেন সায়ন্তনী, তবে আপাতত ১৫ দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। সায়ন্তনীকে শেষ বার দেখা গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। কয়েকদিন আগেই শেষ হয়েছে ধারাবাহিকের শুটিং।
