আমুদরিয়া নিউজ: জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় অন্তত ৬০ জনের মৃত্যু হল। স্থানীয় সময় গত শুক্রবার রাতে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রামে হামলার ঘটনাটি ঘটে। সম্পূর্ণ অতর্কিতে গ্রামে হামলা চালায় জঙ্গি দলটি। বাইকে এসে নির্বিচারে গুলি চালানো হয়। সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে দেয় তারা। ভয়াবহ এই হামলায় ৬ সেনা সদস্য-সহ মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অনেকে। ওই এলাকাটি দীর্ঘ সময় ধরে ওই জঙ্গি গোষ্ঠীর নিশানায়। সেই কারণে কয়েক বছর আগে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। এরপর প্রশাসনের আশ্বাসে সম্প্রতি সেখানে ফেলেন তারা। হামলার খবর পেয়ে এলাকা পরিদর্শন করেন ওই অঞ্চলের গভর্নর বাবাগান জুলুম। প্রশাসনের তরফে সেখানে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেন।
