আমুদরিয়া নিউজ: শুধুমাত্র তাঁকে দেখানোর জন্যই সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছিল চিন। দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের বিরুদ্ধে চিনের যুদ্ধজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে বুধবার বেজিংয়ে তিয়ানআনমেন স্কোয়ারে সামরিক কুচকাওয়াজের আওয়াজের আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উনকে। এই কুচকাওয়াজ নিয়ে আগেই বেজিংকে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, “চিনের বিজয় ও গৌরব ফেরানোর জন্য় বহু আমেরিকান মারা গিয়েছেন, আমি আশা করি তাঁদের সাহসিকতা ও ত্যাগকেও যথার্থ সম্মান জানানো হবে।” বৃহস্পতিবার হোয়াইট হাউসে আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, “আমি ভেবেছিলাম এটা দারুণ একটা অনুষ্ঠান। পরে বুঝতে পারলাম, আমায় দেখানোর জন্যই এটা করা হয়েছে। আমি দেখেওছি।”
