আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির কর্তাদের সঙ্গে নৈশভোজ সারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নৈশভোজে যোগ দিয়েছিলেন মেটা (ফেসবুকের নিয়ন্ত্রণ সংস্থা)-র সিইও মার্ক জুকারবার্গ, অ্যাপল-এর সিইও টিম কুক, মাইক্রোসফ্ট-এর সিইও সত্য নাদেল্লা, মাইক্রোসফ্ট-এর সহ প্রতিষ্ঠাতা বিল গেট্স প্রমুখেরা। তবে নৈশভোজে দেখা যায়নি একদা ট্রাম্প ঘনিষ্ঠ শিল্পপতি তথা টেসলা এবং এক্স-এর কর্ণধার ইলন মাস্ককে। এদিকে মাস্কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই তিনি জানান, তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি যেতে পারেননি। অবশ্য তাঁর হয়ে তিনি একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন। তবে হোয়াইট হাউজের এক আধিকারিকের দাবি টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ককে সেই নৈশভোজে আমন্ত্রণই জানানো হয়নি ট্রাম্পের তরফ থেকে।
