আমুদরিয়া নিউজ: অবসর ভেঙে তিন বছর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন রস টেলর। তবে নিউজ়িল্যান্ডের হয়ে খেলবেন না ৪১ বছরের ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় পর্বে সামোয়ার হয়ে খেলবেন তিনি। সামোয়া ওশিয়ানিয়ার ছোট্ট দ্বীপরাষ্ট্র। জনসংখ্যা মোটে ২ লক্ষ ২০ হাজার। আগামী বছর ভারতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে এই দেশ। রস টেলরের মা সেখানকারই বাসিন্দা। মায়ের সূত্রে টেলরেরও সামোয়ার পাসপোর্ট রয়েছে। শুক্রবার বিশ্বকাপের বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডের জন্য দল ঘোষণা করেছে সামোয়া। তাতে নাম রয়েছে রস টেলরের। সামোয়ার জাতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টেলর বলেছেন, ‘অবসর ভেঙে ফিরছি। সরকারি ঘোষণা। গর্বের সঙ্গে বলছি সামোয়ার হয়ে খেলতে চলেছি। খুব গর্ব হচ্ছে।’ নিউ জ়িল্যান্ডের হয়ে ১১২টি টেস্ট, ২৩৬টি এক দিনের ম্যাচ এবং ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ২২ হাজারের বেশি রান রয়েছে।