আমুদরিয়া নিউজ: বাংলা ভাষা ও বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভায় নজিরবিহীন বিশৃঙ্খলা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিজেপির ৫ বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড হয়েছেন শংকর ঘোষ, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ এবং অশোক দিন্দা। বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বক্তৃতা রাখছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে বিধায়ক অগ্নিমিত্রা পালের বলার কথা ছিল। অগ্নিমিত্রার নাম যখন ডাকা হয়েছিল, তিনি তখন অধিবেশন কক্ষে ছিলেন না। তখন মুখ্যমন্ত্রীকে বক্তৃতা রাখতে বলেন স্পিকার। কিন্তু এরই মধ্যে চলে আসেন অগ্নিমিত্রা। বিজেপি বিধায়করা চিৎকার করতে থাকেন, যাতে অগ্নিমিত্রাকে বলতে দেওয়া হয়। বিধানসভার মধ্যেই ওঠে স্লোগান, চলে টেবিল চাপড়ানি। হট্টগোলের মধ্যেই স্পিকারকে ঘিরে ধরেন বিক্ষুব্ধ বিধায়করা। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। এরপর একে একে সাসপেন্ড করা হয় ৫ বিজেপি বিধায়ককে।
