আমুদরিয়া নিউজ: বুধবার সকালে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় আলিপুর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেছিলেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা। বিকেলেই বাবা এবং মেয়ে দু’জনকেই শর্তসাপেক্ষে জামিন দিল আদালত। ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয় তাঁদের। উল্লেখ্য, এসএসসি-র প্রকাশিত ‘দাগি অযোগ্য’ তালিকায় ১০৪ নম্বরে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রীর কন্যার। বেআইনি নিয়োগের অভিযোগে ২০২২ সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারান অঙ্কিতা। এদিন জামিন মঞ্জুর হয়েছে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহার স্ত্রী দেবশ্রী সিনহারও। এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে জামিন পেয়েছেন এসএসসি কর্তা সমরজিৎ আচার্য ও আধিকারিক পর্ণা বসু-সহ প্রসন্ন রায়, অরুণ মাইতি, আবু তাহের, অলোক মাইতি, নীলাদ্রি দাস, শর্মিষ্ঠা মিত্র-সহ আরও অনেকে।
