আমুদরিয়া নিউজ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের বিরুদ্ধে চিনের যুদ্ধজয়কে স্মরণীয় করে রাখতে বুধবার বেজিঙে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশেই দেখা গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং-উনকে। আর বিষয়টি যে ভালো ভাবে দেখছেন না তা বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই একত্রিত হয়েছেন তিন রাষ্ট্রনেতা! ট্রাম্প নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে জিনপিংকে উদ্দেশ করে লেখেন, ‘অনুগ্রহ করে ভ্লাদিমির পুতিন ও কিম জং-উনের কাছে আমার উষ্ণ অভ্যর্থনা পৌঁছে দেবেন। কেননা আপনারা সকলে মিলে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’ সেই সঙ্গে কেন আমেরিকাকে ব্রাত্য করে রাখা হয়েছে সেই অভিযোগও তুলেছেন তিনি। ট্রাম্পের কথায় ‘‘চিনের বিজয় এবং গৌরব ফেরানোর জন্য অনেক আমেরিকান মারা গিয়েছেন। আমি আশা করি, তাঁদের সাহসিকতা এবং ত্যাগকে যথাযথ সম্মান দেখানো হবে।’’
