আমুদরিয়া নিউজ: ফের হড়পা বান আর মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। শুক্রবার থেকেই টানা বৃষ্টি হচ্ছে রেয়াসি এবং রামবনে। শনিবারের মেঘভাঙা বৃষ্টিতে নিহত হয়েছেন ১১ জন। জলের তোড়ে বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। বহু মানুষ নিখোঁজ। রেয়াসি জেলায় শুক্রবার ধসে পড়ে বাড়ি। একই বাড়িতে মৃত্যু হয় সাতজনের। এর মধ্যে পাঁচজনই শিশু। শনিবার তাদের দেহ উদ্ধার হয়। অন্যদিকে রামবানে মেঘভাঙা বৃষ্টি থেকে হওয়া হড়পা বান ভাসিয়ে নিয়ে যায় রাজগড় এলাকার দুটি বাড়ি। সেখানেই মৃত্যু হয়েছে চারজনের, নিখোঁজ আরও চারজন। গত ১৪ অগস্ট জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান নেমে আসে। এর পরে জম্মুর ডোডা, রেইসি, কাঠুয়াতেও একই ধরনের প্রাকৃতিক দুর্যোগ নামে। সরকারি হিসাব অনুযায়ী এই পর্যন্ত মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে মৌসম ভবন জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা বৃষ্টি চলবে জম্মুর পাহাড়ি এলাকায়।
