আমুদরিয়া নিউজ: নিরাপত্তা বাহিনী-মাওবাদী সংঘর্ষে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ অন্তত চার জন মাওবাদী নেতার। মহারাষ্ট্রের গড়চিরোলি-নারায়ণপুর সীমান্ত এলাকার ঘটনা। জানা গিয়েছে, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে গড়চিরোলি-নারায়ণপুর সীমান্তে কোপারসির জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী । খবর ছিল, ওই এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী। সেইমতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু ৪ মাও নেতার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। আরও মাওবাদীদের খোঁজে এখনও সেখানে অভিযান চলছে।