আমুদরিয়া নিউজ: গত বছরের ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নেওয়ার পর এ বার আইপিএলকেও বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার সকালে নিজের সমাজমাধ্যমে এই ঘোষণা করেছেন তিনি। অবসরের জন্য তিনি গণেশ চতুর্থীর দিনটিকেই বেছে নিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘আজ একটা বিশেষ দিন। আজ একটা বিশেষ যাত্রা শুরু করা যাক। সবাই বলে, প্রতিটি শেষের একটা শুরু থাকে। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় এখানেই ফুরিয়ে এল। কিন্তু বিভিন্ন লিগে আমার অভিযান আজ থেকে শুরু হল। আমি যে সব ফ্র্যাঞ্চাইজিতে খেলেছি, দারুণ স্মৃতি তৈরি হয়েছে, তাদের ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ আইপিএল ও বিসিসিআইকেও ধন্যবাদ, তারা আমাকে আজ যা দিয়েছে, তার জন্য। এবার সামনের দিকে তাকাতে চাই এবং সামনে যা আছে তা উপভোগ করতে চাই।’ ২০০৯ সালে আইপিএল অভিযান শুরু হয় অশ্বিনের। তখন তিনি খেলতেন চেন্নাই সুপার কিংসে। পরে রাইজিং পুণে সুপার জায়ান্টস, কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসে খেলেছেন। সব মিলিয়ে, আইপিএলে ২২১টি ম্যাচে ১৮৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে করেছেন ৮৩৩ রান।