আমুদরিয়া নিউজ: আমেরিকা চাইলেই চিনকে ধ্বংস করে দিতে পারে! বেজিংয়ের উদ্দেশে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। সোমবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমেরিকা চিনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায়। আশা করব চিনের সঙ্গে আমাদের দুর্দান্ত সম্পর্ক তৈরি হবে।” এরপরই বলেন, “চিনের হাতে যেমন কিছু তাস রয়েছে, আমাদের হাতেও রয়েছে। আমি সেই তাস খেলতে চাই না। তবে আমরা যদি সেই তাস খেলতে শুরু করি চিন ধ্বংস হয়ে যাবে। আমরা সত্যিই চাই না সেই তাস খেলার মতো পরিস্থিতি তৈরি হোক।” ট্রাম্পের বক্তব্য, আমেরিকাকে বিরল খনিজ দিতেই হবে চিনকে। যদি তা না দেওয়া হয় সেক্ষেত্রে ২০০ শতাংশ বা এমনই কিছু শুল্কের বোঝা চাপবে চিনের ওপর। ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ উৎপাদনকারী দেশ চিন।
