আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশের প্রয়োজন নেই, তথ্য কমিশনের নির্দেশ খারিজ করে সোমবার এমনই জানাল দিল্লি হাইকোর্ট। প্রধানমন্ত্রী মোদীর পেশ করা হলফনামা অনুযায়ী, ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৬ সালে তথ্য জানার অধিকার আইন (আরটিআই)-এ ওই বছর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া সব পড়ুয়ার শিক্ষাগত যোগ্যতার নথি প্রকাশ্যে আনার আর্জি জানানো হয়। কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয় তা প্রকাশ করতে রাজি হয়নি। তাদের যুক্তি ছিল, তৃতীয় কোনও পক্ষের কাছে তারা এই সংক্রান্ত নথি তুলে দেবেন না। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় দিল্লি বিশ্ববিদ্যালয়। প্রায় এক দশক ধরে টানাপড়েন এবং মামলার পর গত ২৭ ফেব্রুয়ারি রায়দান স্থগিত রেখেছিল দিল্লি হাই কোর্ট। সোমবার আদালত জানিয়ে দিল, শিক্ষাগত যোগ্যতার ওই নথি প্রকাশ্যে আনতে বাধ্য নয় দিল্লি বিশ্ববিদ্যালয়।