আমুদরিয়া নিউজ: প্রয়াত বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল ৬২। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অভিনেতার। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিনেতা হিসেবে তাঁর কেরিয়ার শুরু ‘অপরূপা’ ছবি থেকে। সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়। ‘চপার’ ছবিতে তাঁর অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য। একাধিকবার গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়েছেন তিনি। কিন্তু প্রতিবার পরাজিত হতে হয়েছে তাঁকে। ২০২১ সালে পদ্ম শিবির ত্যাগ করেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।
