আমুদরিয়া নিউজ: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে ফের তল্লাশি অভিযান শুরু করল ইডি। জানা গিয়েছে, সোমবার সকালে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছে যায় তদন্তকারীদের একটি দল। আন্দি গ্রামের বাড়িটি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এছাড়া বিধায়কের বাড়ির অদূরে মহিষ গ্রামের বাসিন্দা বেসরকারি ব্যাঙ্ক কর্মী রাজেশ ঘোষের বাড়িতেও হানা দেয় ইডির আরেকটি দল। এছাড়া বীরভূমের সাঁইথিয়াতেও জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি শুরু করেছে ইডি। নিয়োগ দুর্নীতিতে তিনিও জড়িত বলে সন্দেহ করছে ইডি। তাই তাঁর বাড়িতেও তল্লাশি শুরু হয়েছে। এছাড়া রাজ্যের আরও দুই জায়গায় চলছে ইডির অভিযান। এসএসসি নিয়োগ মামলায় জীবনকৃষ্ণের নাম আগেই জড়িয়েছিল। তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এদিকে ইডিকে দেখে পালানোর চেষ্টা করেন জীবনকৃষ্ণ। অভিযোগ, পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দেন তিনি। পরে তা উদ্ধার করা হয়েছে।
