আমুদরিয়া নিউজ: ‘বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি আমরাই’, দমদমের সভামঞ্চ থেকে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার অভিযোগে যখন তোলপাড় রাজ্য রাজনীতি তখন বাঙালি আবেগে শান দিতে দেখা গেল মোদিকে। প্রধানমন্ত্রী বলেন, “বিজেপি সরকার সগর্বে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। আমরাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।” বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে বহুদিন ধরে লড়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। প্রচুর গবেষণা পত্র কেন্দ্রের দরবারে জমা দেওয়া হয়। শেষমেশ গত ২০২৪ সালের অক্টোবরে বাংলা ধ্রুপদী ভাষার সম্মান পায়। বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে মোদি কৃতিত্ব দাবি করলেও পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের জবাব, “টেলিপ্রম্পটারে দেখে বাংলা বলে কি দেখাতে চান?”
