আমুদরিয়া নিউজ: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। মেট্রোর নতুন তিনটে রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশোর রোড মেট্রো স্টেশন থেকে এক অনুষ্ঠানে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুটে মেট্রো চলাচলের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করলেন সম্প্রসারিত মেট্রোর। ছিলেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, শান্তনু ঠাকুরেরা। এদিন বিকেল চারটে কুড়ি মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, মুখ্যসচিব মনোজ পন্থ, ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে আমন্ত্রণ জানানো হলেও উদ্বোধনী মঞ্চে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
