আমুদরিয়া নিউজ: আজ কৌশিকী অমাবস্যা, এই উপলক্ষ্যে বীরভূমের তারাপীঠে ঢল নেমেছে পুণ্যার্থীদের। এদিন বেলা ১১টা ৫৮ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে। তার আগে মা তারার ব্রহ্ম শিলামূর্তিকে স্নান করা হয়েছে। তারপর ফুল ও স্বর্নালঙ্কার দিয়ে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে শুরু হয় মঙ্গলারতি। মঙ্গলারতির পর পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের গর্ভগৃহের দরজা। এদিন ভিড় সামাল দিতে মন্দিরের আসেপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা কড়া হয়েছে। মন্দিরের প্রবেশ পথগুলিতে বসানো হয়ছে মেটাল ডিটেক্টর। মন্দির চত্বর জুড়ে থাকছে ১৫০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি যে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশের ৫০০ আধিকারিক সহ ১৫০০ জন পুলিশকর্মী। থাকছে ২০০০ সিভিক পুলিশও। পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে ২০০ জন বেসরকারি নিরাপত্তা কর্মীকেও মোতায়েন করা হয়েছে।
