আমুদরিয়া নিউজ: দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হল। পরীক্ষায় প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থানে কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের দু’টি ওয়েবসাইট (www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in) থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি বছর পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। কিন্তু ওবিসি জটে বারবার ফল প্রকাশ আটকে যায়। রাজ্যের তৈরি করা ওবিসি তালিকায় সম্মতি ছিল না কলকাতা হাইকোর্টের। পরে সেই মামলা সুপ্রিম কোর্টে যায়। আজ, শুক্রবার সেই মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। পরীক্ষার ১১৭ দিন পর প্রকাশিত হল ফল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন।
