আমুদরিয়া নিউজ: ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্যের ৪ নির্বাচনী আধিকারিককে সাসপেন্ড করে দিল নবান্ন। যদিও কারও বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়নি। তবে বলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হবে। ভোটার তালিকা সংশোধনের কাজে ওই চার রাজ্য সরকারি কর্মচারিদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠায় তাঁদের চাকরি থেকে সাসপেন্ড করে এফআইআর দায়ের করার সুপারিশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। পাল্টা চিঠি লিখে রাজ্য কমিশনকে জানিয়েছিল নির্বাচনি কাজ থেকে সংশ্লিষ্ট কর্মচারীদের সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু রাজ্য ওই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় মুখ্যসচিবকে তলব করা হয় দিল্লিতে। মুখ্যসচিব মনোজ পন্থ হাজিরা দিয়ে জানান, পদক্ষেপ করতে আরেকটু সময় দেওয়া হোক। ২১ আগস্ট পর্যন্ত সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। শেষদিনই পদক্ষেপ করল নবান্ন।
