আমুদরিয়া নিউজ: খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে তোলা হচ্ছে টাকা! অনলাইনে পাতা হয়েছে প্রতারণার ফাঁদ। কখনও ফোন কলে, কখনও ইমেইলে, কখনও সোশ্যাল মিডিয়া মেসেজের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। আর তা প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষকে সতর্ক করল রাজভবন। বুধবার সকালেই রাজভবনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজভবনের তরফে কোনও টাকা চাওয়া হয়নি। রাজভবন কখনও , কোনও কারণে, কারও কাছ থেকে টাকা চায় না। রাজভবনের নামে যদি কাউকে টাকা দেওয়ার কথা বলা হয়, তাহলে তা ভুয়ো বলে ধরে নিতে হবে। তবে এমন কোনও বার্তা পেলে সাধারণ মানুষ কী করবেন সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে। বলা হয়েছে, রাজ্যপালের অফিস থেকে কেউ যোগাযোগ করছেন বললে বিষয়টির সত্যতা জেনে নিতে হবে। কোনও ভাবেই ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ নথিপত্র দেওয়া যাবে না। এমন ইমেল বা মেসেজ পেলে সাইবার অপরাধ থানায় অভিযোগ করতে হবে। অথবা, সরাসরি পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে। প্রয়োজনে ন্যাশনাল সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে রাজভবন।
