আমুদরিয়া নিউজ: লাগাতার ভারী বৃষ্টিতে নাজেহাল মুম্বই। দুর্যোগের কারণে মঙ্গলবার মুম্বই, ঠাণে, পালঘর, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গের সমস্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কলেজে ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। বৃষ্টির জেরে লোকাল ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে। অন্যদিকে খারাপ আবহাওয়ার জেরে অন্তত ১৪টি বিমান মুম্বই বিমানবন্দরে নামতে পারেনি। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সব মিলিয়ে উদ্বেগজনক পরিস্থিতি মুম্বই-সহ গোটা মহারাষ্ট্রে। দুর্যোগজনিত নানা দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এখনই পরিস্থিতি ঠিক হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টাতেও ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুম্বইয়ের জুহু, ভর্সোভা, আকসা এবং গোরাই সমুদ্রসৈকতও পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
