আমুদরিয়া নিউজ: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে জামিন দিল আদালত। সোমবার আলিপুর আদালত স্পেনফেরত ওই গবেষককে জামিন দিয়েছে। চলতি বছরের ১লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা এবং তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় নাম জড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোলের। গত বুধবার স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামার পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। কলকাতা থেকে প্রায় সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পুলিশের দাবি, রাজ্যের শিক্ষামন্ত্রীর উপর হামলার ছক তৈরি করেন হিন্দোলই। যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াট্সঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন তিনি। লুকআউট নোটিসের ভিত্তিতে তাঁকে বুধবার সকালে দিল্লিতে আটক করা হয়। সোমবার আলিপুর আদালতে হিন্দোলের জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন করে সরকারপক্ষ। কিন্তু তা ধোপে টেকেনি। ১০০০ টাকার বন্ডে জামিনের নির্দেশ দেয় আদালত।
