আমুদরিয়া নিউজ: তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে আগামী ২২ অগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নবনির্মিত নোয়াপাড়া স্টেশন থেকে জয়হিন্দ এয়ারপোর্ট স্টেশন, রুবি থেকে বেলেঘাটা এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো সংযোগের উদ্বোধন করবেন। পাশাপাশি ওইদিন হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েও উদ্বোধন করবেন মোদী। তাঁর দমদমে একটি রাজনৈতিক সভাও করার কথা আছে। খবরটি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। ইতিমধ্যে রেলের তরফে আনুষ্ঠানিক ভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ পাঠানোও শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ২৯ মে আলিপুরদুয়ারে এবং ১৮ জুলাই দুর্গাপুরেও এসেছিলেন প্রধানমন্ত্রী।
