আমুদরিয়া নিউজ: স্বাধীনতা দিবস উদযাপনে শূন্যে এলোপাথাড়ি গুলি চালিয়ে অঘটন। পাকিস্তানে মৃত্যু হল অন্তত তিনজনের আহত আরও ৬০। বুধবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচিতে। বৃহস্পতিবার পাকিস্তানের স্বাধীনতা দিবস। তার আগে বুধবার করাচির বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান চলছিল। শূন্যে গুলি চালিয়ে উদযাপন করছিলেন অনেকে। সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অন্তত তিন জনের। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৪ জন। খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করায়। করাচি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাকিস্তানে উৎসবের রাতে গুলি ছোঁড়ার প্রাণঘাতী প্রবণতা নতুন নয়। এর আগেও এরকম একাধিক ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের।
