আমুদরিয়া নিউজ: রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে দ্বিতীয় এক দিনের ম্যাচে হেরে আইসিসি একদিনের ব়্যাঙ্কিংয়ে পাঁচে নেমে গেল পাকিস্তান। চার নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। ভারত রয়েছে শীর্ষে। ৩৬ ম্যাচে ৪৪৭১ পয়েন্ট তাদের। রেটিং ১২৪। দুই এবং তিন নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুই দেশেরই রেটিং ১০৯। তবে পয়েন্টে এগিয়ে থাকার কারণ নিউ জ়িল্যান্ড রয়েছে দুইয়ে। অস্ট্রেলিয়ার ছ’নম্বর স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সাত থেকে দশে রয়েছে যথাক্রমে আফগানিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। ভারতের পরের একদিনের সিরিজ অক্টোবরে। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।