আমুদরিয়া নিউজ: ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। তার আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সমস্যায় ভারতীয় দল। সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়ে সংশয় দূর হয়নি। তাঁকে আদৌ আসন্ন এশিয়া কাপে খেলতে দেখা যাবে কি না, সেই প্রশ্নের এখনও উত্তর পাওয়া যায়নি। এদিকে হার্দিকের ফিটনেস নিয়েও সংশয় রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ১১ ও ১২ আগস্ট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন পাণ্ডিয়া। সূর্য এশিয়া কাপে খেলতে না পারলে ভারতীয় দলকে নেতৃত্ব কে দেবেন এই ব্যাপারেও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার কথা এ বারের এশিয়া কাপ। ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়েছে। ১৪ সেপ্টেম্বর দু’দলের খেলা।