আমুদরিয়া নিউজ: বিরোধীরা যে দিন কমিশন অভিযানে রাস্তায় নেমে লড়াইয়ে ব্যস্ত সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা গেল শ্রীরামপুরের প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দিল্লির বাবা খরক সিংহ মার্গে নবনির্মিত সাংসদ আবাসনের উদ্বোধন ছিল সোমবার। ১৮৪টি ফ্ল্যাটের এই আবাসনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে ছিলেন কল্যাণও। জানা গিয়েছে, সেখানে তৃণমূল সাংসদের সঙ্গে হালকা মেজাজে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করার পরে কল্যাণের সামনে এসে স্মিত হেসে মোদী বলেন, ‘ক্যা কল্যাণজি, কল্যাণ হ্যায় তো?’ জবাবে কল্যাণ ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। ফের মোদী জিজ্ঞেস করেন, ‘সব কুছ কল্যাণ হ্যায় তো?’ ফের কল্যাণ জানান, তাঁর সব কিছু ‘কল্যাণমূলক’ই রয়েছে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর ঠিক পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় তৃণমূল সাংসদকেও। ওই অনুষ্ঠানে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর, কিরেন রিজিজু প্রমুখ।