আমুদরিয়া নিউজ: লোকসভায় পাশ জাতীয় ক্রীড়া বিল। সংসদের বাদল অধিবেশনে আজ ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য লোকসভায় এই বিল পেশ করেন। স্বাধীনতার পরে এই বিলের মধ্যে দিয়ে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে বলে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। পাশাপাশি জাতীয় মাদক–বিরোধী বিলও পাশ হয়েছে লোকসভায়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, ‘স্বাধীনতার পর এটাই ভারতীয় ক্রীড়ায় সবচেয়ে বড় সংস্কার। এই বিলের ফলে প্রত্যেকে দায়িত্বশীল হবে। প্রতিটি ক্রীড়া সংস্থা সরকারের এক ছাতার তলায় থাকবে। ভারতীয় ক্রীড়ার ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দুঃখের বিষয়, এতদিন এর বিরোধিতা হয়ে আসছিল।’ মাণ্ডব্য আরও বলেন, “এই বিল ন্যায়বিচার, দায়িত্বশীলতা ও স্পোর্টস ফেডারেশনগুলোর জন্য সেরা পরিকাঠামো এনে দেবে। ”