আমুদরিয়া নিউজ: ১ সেপ্টেম্বর থেকে দিল্লি-ওয়াশিংটন সরাসরি বিমান পরিষেবা বন্ধ করছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে এখবর জানানো হয়েছে। যাত্রীদের হয় ঘুরপথে নয়তো অন্য বিমানসংস্থার উপর ভরসা করতে হবে। কারণ হিসেবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বেশ কয়েকটি বিমানের সংস্কারের কাজ চলছে। সেই কারণে বিশেষত, কোনও বোয়িং ৭৮৭-৭ ড্রিমলাইনার বিমান এখন আকাশে উড়বে না। সেই কারণে বিমানের ঘাটতি রয়েছে। শুধু তা-ই নয়, বিভিন্ন আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ থাকায় দীর্ঘ যাত্রাপথের বিমান পরিষেবাগুলি ব্যাহত হচ্ছে। সব দিক বিবেচনা করেই আপাতত দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এযার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই অবস্থায় ১ সেপ্টেম্বরের পর যারা ওই রুটে যাওয়ার জন্য টিকিট বুক করেছেন তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা অথবা বুকিংয়ের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। তবে ভারত থেকে ওয়াশিংটন ডিসির মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হলেও উত্তর আমেরিকার ভ্যানকুভার, টরন্টো-সহ ৬ শহরে সরাসরি বিমান পরিষেবা চালু থাকবে।
