আমুদরিয়া নিউজ: ভয়াবহ ভূমিকম্পের কবলে তুরস্ক। রবিবার পশ্চিম তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়। ইস্তানবুল সহ একাধিক জায়গায় জোরাল কম্পন অনুভূত হয়েছে। তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধে ৭ টা ৫৩ মিনিট নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টে ৫৩ মিনিট) কম্পন হয়। কয়েক মিনিট বাদেই ৪.৬ মাত্রার আফটারশক অনুভূত হয়। তুর্কি সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন বহু মানুষ। তুরস্কের মন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, তুরস্কের উত্তর-পশিমে বালিকেসির প্রদেশ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ঘটনায় ২৯ জন আহত হয়েছেন। ভেঙে পড়েছে ১৬টি বাড়ি। উদ্ধারকাজ চলছে।
