আমুদরিয়া নিউজ: সিঙ্গুর মামলায় টাটাদের ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। আরবিট্রেটরের রায় বহাল রেখে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি পি নরসিমহা ও বিচারপতি অতুল এস চান্দুরকরের বেঞ্চ। একলাখি গাড়ি তৈরির কারখানা গড়ার জন্য ২০০৬ সালে তৎকালীন বাম সরকার অধিগ্রহণ করেছিল সিঙ্গুরের প্রায় হাজার একর কৃষিজমি। বহুফসলি জমি কারখানা তৈরির জন্য তুলে দেওয়ার বিরোধিতা করে সিঙ্গুরে জমি আন্দোলনে নামে রাজ্যের তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস। আন্দোলনের জেরে কারখানা গড়তে না পেরে ফেরত যেতে হয়েছিল টাটা গোষ্ঠীকে। কারখানা না হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতি হয় টাটাগোষ্ঠীর। ক্ষতিপূরণ চেয়ে রাজ্যের বিরুদ্ধে মামলা করে তারা। বিষয়টি গড়ায় আরবিট্রেশন ট্রাইব্যুনালে। সেখানেই রাজ্যের বিরুদ্ধে রায় দেয় ট্রাইব্যুনাল। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু শুক্রবার তা খারিজ হয়ে যায়।
