আমুদরিয়া নিউজ: ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারই একথা জানিয়ে দিয়েছেন খোদ ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পুতিনের সঙ্গে বৈঠকের দিনক্ষণ এবং স্থান জানান মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী শুক্রবার আলাস্কায় বৈঠক করব। শীঘ্রই আরও তথ্য জানানো হবে।’ পরে ক্রেমলিনের তরফেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ট্রাম্প বহুদিন ধরেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি। সংবাদ সংস্থা সূত্রে খবর, যুদ্ধবিরতির বিনিময়ে ইউক্রেনকে রাশিয়ার জন্য কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার শর্ত রেখেছেন পুতিন। এর মধ্যে রয়েছে পূর্ব ডনবাসের একাংশ ও ক্রিমিয়া। ট্রাম্পের বিদেশদূতের কাছে পুতিন এমনই প্রস্তাব উপস্থাপন করেছিলেন। আলাস্কার বৈঠকের পর সমাধান সূত্র বের হয় কিনা সেদিকেই এখন নজর বিশ্বের।
