আমুদরিয়া নিউজ: তোলাবাজির খবর করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। বাংলাদেশে খুন হয়ে গেলেন সাংবাদিক। ভরা বাজারে তাঁকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ঢাকার গাজীপুরে। নিহতের নাম আসাদুজ্জামান তুহিন। জানা গিয়েছে চান্দনা চৌরাস্তা এলাকায় দুষ্কৃতীদের তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করেছিলেন তিনি। এরপরই পাঁচ-ছ’জন দুষ্কৃতী তাঁকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তুহিন দৌড়ে একটি চায়ের দোকানে আশ্রয় নিয়েও রক্ষা পাননি। দুষ্কৃতীরা তাঁকে দোকানের ভিতরে ঢুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। এলাকার সিসি টিভি ফুটেজ দেখে আততায়ীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
