আমুদরিয়া নিউজ: চলতি মাসেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে উল্লেখ করে এক রুশ সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। ২০২১ সালের পর আবার দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট। তার আগে অবশ্য সাংহাইতে এসসিও সম্মেলনে মোদি ও পুতিনের সাক্ষাতের সম্ভাবনা। দু’জনই সেই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্টের এই সফর অত্যন্ত তাৎপর্যবাহী। কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণার জন্য রাশিয়ার উপর লাগাতার চাপসৃষ্টি করে চলেছেন ট্রাম্প। কিন্তু পুতিনকে বাগে আনতে না পেরে তিনি এখন ভারতের উপর চাপসৃষ্টি করছেন বলে মত কূটনীতিকদের একাংশের। তাঁদের মতে, রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল কেনে ভারতই। ট্রাম্পের দাবি, তেল বিক্রির টাকাতেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া। তাই চড়া শুল্ক চাপিয়ে ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছেন ট্রাম্প। তবে ‘শুল্ক-শাস্তি’ সত্ত্বেও এখনও পর্যন্ত ট্রাম্পের দাবি মেনে নেয়নি ভারত।
