আমুদরিয়া নিউজ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার মস্কোয় গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিন ঘণ্টার ওই বৈঠকে পুতিনের সহকারী ইউরি উশাকোভও হাজির ছিলেন বলে ক্রেমলিনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বৈঠককে ইতিবাচক বলেই বর্ণনা করা হয়েছে। তিনবছরের বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চেয়ে বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বারবার বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতই না। দ্বিতীয়বার আমেরিকার কুর্সিতে ফিরে তিনি বেশ কয়েকবার তিরস্কার করেছেন পুতিন-জেলেনস্কি দু’জনকেই। যুদ্ধ থামাতে উইটকফ এরই মধ্যে একাধিকবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। এ নিয়ে ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে কয়েকবার হতাশা প্রকাশ করেছেন। যেসব দেশ রাশিয়া থেকে জ্বালানি কিনছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
