আমুদরিয়া নিউজ: দেশের সবচেয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন বিজেপি নেতা অমিত শাহ। তিনি ছাড়িয়ে গেলেন গোবিন্দ বল্লভ পন্থ ও লালকৃষ্ণ আদবানিকে। জওহরলাল নেহরুর জমানায় একটানা ৬ বছর ৫৬ দিন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন গোবিন্দ বল্লভ পন্থ। লালকৃষ্ণ আডবাণী স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন ৬ বছর ৬৪ দিন। আর অমিত শাহ ৬ বছর ৬৫ দিন স্বরাষ্ট্র মন্ত্রী পদে রয়েছেন। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়কালে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। তাঁর নেতৃত্বে সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলির মধ্যে একটি হল জম্মু ও কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ বাতিল। এছাড়াও তার আরেকটি বড় উদ্যোগ ছিল নাগরিকত্ব সংশোধনী আইন, যা ২০১৯ সালে পাস হয়। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত সংখ্যালঘু হিন্দুদের নাগরিকত্ব পেতে সুবিধা দেওয়ার কথা বলা হয় এই আইনে। এ ছাড়াও, শাহের নেতৃত্বে দেশের ফৌজদারি আইনের বড় সংস্কার হয়েছে।
